শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
ছাত্রী নির্যাতন

ইবির ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ইবি প্রতিনিধি

ইবির ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী ফুলপরী খাতুনকে দেশনেত্রী শেখ হাসিনা হলে রাতভর নির্যাতনের ঘটনায় ছাত্র শৃঙ্খলা অর্ডিন্যান্স অনুযায়ী অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ ছাত্রীকে এক বছরের জন্য স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটি।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম একই বিভাগের মুয়াবিয়া জাহান।

শনিবার (১৫ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড.শেখ আব্দুস সালামের নেতৃত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির মিটিংয়ে  সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  ড. শাহাদাত হোসেন আজাদ বলেন ছাত্র শৃঙ্খলা অর্ডিন্যান্স অনুযায়ী সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত (১৪ ফেব্রুয়ারি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফুলপরী খাতুন নামের এক নবীন শিক্ষার্থী র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগে রাতভর নির্যাতনের বর্ননা দিয়ে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে ৭-৮ জন দ্বারা র‍্যাগিংয়ের নামে চরমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন।

নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট এবং শাখা ছাত্রলীগের মোট ৪টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়।

টিএইচ