বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
কোটাবিরোধী আন্দোলন

গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি কাল

ঢাবি প্রতিনিধি

গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি কাল

জাতীয় সংসদে জরুরি আইন পাসের মাধ্যমে কোটার‌ যৌক্তিক সংস্কারের জন্য গণ পদযাত্রার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

দাবি আদায়ে অনির্দিষ্ট সময়ের জন্য ছাত্র ধর্মঘটের ডাক এবং বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা।

শনিবার ( ১৩ জুলাই)  সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান আন্দোলনকারীরা ।

‍‍`বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন‍‍` ব্যানারে আয়োজিত‌ এই‌ সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক নাহিদ হাসান , সারজিস আলম ,হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, "জাতীয় সংসদে জরুরি আইন পাসের মাধ্যমে কোটা জো যৌক্তিক সংস্কারের জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণ পদযাত্রার জন্য সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হবেন।পরে গণ পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি কে‌ স্মারকলিপি প্রদান করতে যাবেন।ঢাকার বাইরের আন্দোলনকারীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন"।

তারা আরো জানান, তাদের একটি সমন্বয়ক টিম কুমিল্লায় গিয়ে আহত সহযোদ্ধা এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।রাজশাহী টাঙ্গাইল ,রংপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশ এবং ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান তারা।

তারা আরো বলেন,"ছাত্র ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্য অব্যাহত থাকবে‌ ও বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।মামলার জন্য পুলিশের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে হবে।"

এ সময় পুলিশের একটি ভয়েস শোনানো হয়, যেখান বলতে শোনা যায় ১১ জুলাই শাহবাগে কোন ক্ষয়ক্ষতি হয়‌নি। তারপরেও অজ্ঞাতনামা আসামি করে‌ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার কোন অর্থ হয় না।

টিএইচ