শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দুই ছাত্রী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে দুই ছাত্রী নিহত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অভ্যন্তরে) অবস্থিত পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিতু (২১) ও হিয়া (২০)। তাদের গ্রামের বাড়ি খুলনা জেলায়।

ঘটনার পর তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রিতু ও হিয়াকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন। 

দুপুরে বৃষ্টি হলে তারা গোসলের জন্য লেকের পানিতে নামেন। গোসল সেরে একজন উপরে ওঠার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যান। অপরজন তাকে রক্ষা করতে গিয়ে পানি থেকে টেনে নিয়ে আসার সময় পড়ে যান। তারা কেউই সাঁতার জানতেন না।

তিনি আরও বলেন, লেকের আশপাশে থাকা অন্য শিক্ষার্থীরা তাদের পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী ছাত্রীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষার পর উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারকে জানানো হয়েছে। তারা পৌঁছালে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

টিএইচ