শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ছাত্রদের দাবির মুখে সিটি কলেজ শিক্ষক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদের দাবির মুখে সিটি কলেজ শিক্ষক বহিষ্কার

ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় তিনদিনের জন্য কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের ব্যাপারে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে প্রকাশিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী মোহাম্মদ নেয়ামুল হকের সই করা নোটিশে বলা হয়েছে, ঢাকা সিটি কলেজের পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্তগুলো হলো-

১. ছাত্রদের গালি দেওয়ার কারণে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সুমনের বহিষ্কারের কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে অতি দ্রুত তাকে কাজে যোগদান করানো হবে।
৩. এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে রিটেক বাবদ যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে। বিশেষ ক্লাস বা কোচিংয়ের জন্য কোনো ফি নেওয়া হবে না।

৪. আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পিকনিকের বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

৭. কোনো শিক্ষার্থীর অভিভাবককে হয়রানি বা অপমান করা হবে না।

নোটিশে আরও বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধ করে কলেজের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতিকে সবসময়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। যেখানে কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিকেল ৩টার পর কলেজের মূল ফটক খুলে নিচতলায় কন্ট্রোল রুমে থাকা অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।

পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর শিক্ষার্থীরা দোতলায় উঠতে চাইলে সেনাবাহিনী ভেতর থেকে গেট বন্ধ করে দেয়।

টিএইচ