বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষকদের গবেষণা ও পাঠদান যোগ্যতার গুণগত মান বৃদ্ধির লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালা সঞ্চালনা করেন আইকিউএসি’ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, শিক্ষক হিসেবে আমাদের গবেষণা ও পাঠদানে উন্নতি করতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সহায়ক। শিক্ষক ও প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানগুলো জানা জরুরি। শিক্ষকরা এই কর্মশালা থেকে বিধি-বিধান, পাঠদানের নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভ করে উপকৃত হবেন।

টিএইচ