সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঢাবিতে ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে ছাত্রদলের গ্রাফিতি

ঢাবি প্রতিনিধি

ঢাবিতে ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে ছাত্রদলের গ্রাফিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে আঁকা ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে এবার "টেক ব্যাক বাংলাদেশ"সহ বিভিন্ন গ্রাফিতি এঁকেছেন ছাত্রদলের নেতাকর্মীরা‌।

আজ (১ অক্টোবর) রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ নীলক্ষেত এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এই গ্রাফিতি আঁকেন।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে ডাকসুতে ছাত্রদল মনোনীত সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে ঢাবির মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবন, টিএসসির পেছনের দেওয়াল, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে ২১টি গ্রাফিতি আঁকা হয়।

পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে ছাত্রলীগের একদল শিক্ষার্থী ছাত্রদলের আঁকা সেই গ্রাফিতি মুছে দেয়। এরপর বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দক্ষিণ নীলক্ষেতসহ ক্যাম্পাসের বিভিন্ন এরিয়ায় ব্যঙ্গচিত্র তৈরি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সকালে ছাত্রলীগের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুছে তারেক রহমানকে নিয়ে গ্রাফিতি এঁকেছেন ছাত্রদলের কিছু নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম-সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, পল্লীকবি জসীমউদ্দিন হল ছাত্রদলের কর্মী সিফাত ইবনে আমিন প্রমুখ।

টিএইচ