সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য হলেন দিদার-উল-আলম 

নোবিপ্রবি প্রতিনিধি

দ্বিতীয় মেয়াদে নোবিপ্রবির উপাচার্য হলেন দিদার-উল-আলম 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এর আগেও নোবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এই চেয়ারম্যান। 

গত ১২ জুন পর্যন্ত তিনি পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়, প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলের আদেশক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চইন ২০০১ এর ধার ১০ (১) অনুযায়ী ড. মোহাম্মদ দিদারুল আলমকে নোবিপ্রবির ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া হলো।

অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন সিলেকশন গ্রেডের এই অধ্যাপক। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।

টিএইচ