শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিক। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সমপন্ন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি ত্রিশাল প্রেস ক্লাব, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির নেতারা এবং ময়মনসিংহে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। 

মানববন্ধনে বক্তারা দিনের আলোয় প্রকাশ্যে দুই সাংবাদিকের উপর ছাত্রলীগের নগ্ন হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার কড়া সমালোচনা করেন। 

এসময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল, গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ প্রদান, গণমাধ্যমে প্রশাসনের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন। পরবর্তীতে পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের স্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

টিএইচ