বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পদত্যাগের পর সেই শিক্ষকের রুমে কোরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগের পর সেই শিক্ষকের রুমে কোরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানো কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির পদত্যাগ করেছেন।

সোমবার দুপুরে আব্দুল বাছিরের পদত্যাগের পর তার রুমেই কোরআন তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে সেখানে দোয়াও করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।

এর আগে, গত ১৩ মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বরাবর যেসব শিক্ষার্থী আয়োজন করেছে, তাদের কেন শাস্তি প্রদান করা হবে না সে বিষয়ে জবাব চেয়ে চিঠি দেন আব্দুল বাছির। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ব্যাপক সমালোচনা হিয়েছিল তখন।

টিএইচ