বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পদত্যাগ করলেন কুবির ভিসি

কুবি প্রতিনিধি  

পদত্যাগ করলেন কুবির ভিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে রোববার (১১ আগস্ট) ব্যক্তিগত কারণ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির। 

এসময় তিনি গণমাধ্যমে বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমাকে ভিসি স্যারের পদত্যাগপত্র মেইল করে বিষয়টি জানিয়েছেন। 

এদিকে উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন স্বাক্ষরিত চিঠিতে তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্যের পদ থেকে এই পত্রের মাধ্যমে পদত্যাগ করিতে আপনার নিকট পদত্যাগপত্র পেশ করিলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকুক এই কামনা করছি। পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে বাধিত করিবেন।

এর আগে তার দুর্নীতি নিয়ে দেয়া বিতর্কিত মন্তব্যে সারাদেশে সমালোচিত হন তিনি। সেসময় একজন ক্যাম্পাস সাংবাদিককেও তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন।

টিএইচ