বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পবিপ্রবি প্রতিনিধি 

পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে রোববার (৪ জুন) । গতকাল ৫ জুন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দ্বিতীয় দিনের মতো চলমান থাকবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি ২০২৩-এর সভাপতি সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি ও সঞ্চালনা করেন সদস্য সচিব মুহাম্মাদ আবু হানিফ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু প্রমুখ। 

রোববার (৪ জুন) জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন,  ক্রীড়া শপথ এবং মশাল দৌড়ের আয়োজন করা হয়। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণী ও রাত ৮টায় ফোক ফেস্ট। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

টিএইচ