সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পবিপ্রবিতে শুদ্ধাচার বাস্তবায়নে সভা

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবিতে শুদ্ধাচার বাস্তবায়নে সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইকিউএসির সম্মেলন কক্ষে শুদ্ধাচার বাস্তবায়নে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। সভায় বক্তারা সমসাময়িক সমস্যা এবং তা সমাধান নিয়ে আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক  ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মুখস্থ নির্ভর পড়ালেখা দিয়ে কোন জাতি উন্নতির চূড়ায়  উঠতে পারে নাই। বর্তমান শিক্ষা কারিকুলাম আমাদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে মুক্ত করবে। 

টিএইচ