মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও পুনরায় ফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী ও চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম ৭২ পেয়ে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় চান্স পায়নি। কিন্তু ৩৭ পেয়ে একজন শিক্ষার্থী চান্স পেয়েছে। এর কারণ তার মুক্তিযোদ্ধা কোটা ছিল।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা এই কোটার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কোটা পদ্ধতি এখনও বহাল আছে।আমরা এই বৈষম্য মানি না। অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করে আজকের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করতে হবে।তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
টিএইচ