সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পেনশন স্কিম প্রত্যয় : অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

পেনশন স্কিম প্রত্যয় : অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কাল। তবে, এ স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ফলে বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে সোমবার বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় শিক্ষক সমিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।’

একই সময়ে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীসহ সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা জানান, এ স্কিম বাস্তবায়ন হলে জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।

পরে, সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এসময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা।  

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতায় পেশায় আসবে না। আমরা দীর্ঘদিন ধরে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়ে আসলেও আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো ধরণের যোগাযোগ করা হয়নি। এছাড়া আমাদের সঙ্গে কোনো ধরণের আলাপ-আলোচনা ছাড়াই আমাদের সর্বজনীন পেনশন স্কিমের আওয়তায় নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস,পরীক্ষা বন্ধসহ সব বিষয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছি।’

১৩ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বশাসিত, স্বায়ত্তশাসিত পেনশন ‍‍`প্রত্যয়‍‍` স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা।

টিএইচ