বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রাথমিক শিক্ষকদের সংযুক্তি আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষকদের সংযুক্তি আদেশ বাতিল

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সূমহের সকল ধরণের শিক্ষকদের সংযুক্তি আদেশ বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে- সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের (৩ পার্বত্য জেলা ব্যতীত) সকল ধরণের শিক্ষকের সংযুক্তি আদেশ এতদ্বারা বাতিল করা হলো।

এতে আরো বলা হয়েছে -সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ বর্ণিত শিক্ষকগণের যোগদানের তথ্যসহ প্রতিবেদন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে প্রেরণ করবেন।

টিএইচ