সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫% কোটা ) এনে সংসদে আইন পাস করার জন্য পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিতে পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ ১৪ জুলাই (রবিবার ) বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলা  থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি প্রথমে শাঁখারিবাজারের সামনে দিয়ে তাঁতিবাজার হয়ে গোলাপশাহ মাজার পার হয়ে পুশিশ হেডকোয়ার্টারের সামনে দিয়ে ঢাবি ক্যাম্পাসে পৌছে। পরবর্তীতে ঢাবিসহ মিলিত হয়ে গণভবন অভিমুখে যাত্রা করে আন্দোলনকারীরা।

প্রসঙ্গত আশিক রহমান নামে এক আন্দোলনকারী বলেন,আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে আছি।আমাদের আজকে গন্তব্য হলো বঙ্গভবন।আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমাদানের মাধ্যমে আমাদের দাবি তার কাছে তুলে ধরবো।

এ বিষয়ে আরেক আন্দোলনকারী মুশফিকুর রহমান বলেন, আমরা নায্য দাবি আদায়ে মাঠে নেমেছি।আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেয়েরা কিন্তু আজকে এই বিশাল পথসভায় অংশ নিয়েছে।যতদিন না পর্যন্ত আমরা সমাধান পাচ্ছি ততদিন আমরা রাজপথে আন্দোলনে থাকবো।

টিএইচ