সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ববিতে প্রথম বর্ষের ক্লাস ২৮ জুলাই শুরু 

ববি প্রতিনিধি

ববিতে প্রথম বর্ষের ক্লাস ২৮ জুলাই শুরু 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮শে জুলাই। গত শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪তম সভায় এ সিধান্ত নেয়া হয়।

রোববার (৩০ জুন) জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা মোট ১৫৭০ টি। এর বাইরে কোটায় আসন সংখ্যা ১২৬টি। এদিকে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ৩০ জুলাই।

টিএইচ