রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ববির বঙ্গবন্ধু হলের ক্যান্টিন দীর্ঘদিন বন্ধে দুর্ভোগে শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি

ববির বঙ্গবন্ধু হলের ক্যান্টিন দীর্ঘদিন বন্ধে দুর্ভোগে শিক্ষার্থীরা

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের ক্যান্টিন। হল খোলা থাকলেও ক্যান্টিন বন্ধ থাকায় খাবার নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে হলটির আবাসিক শিক্ষার্থীদের।

জানা যায়, গত ৩১ মার্চ ঈদুল ফিতরের ছুটি শুরুর হওয়ার পর বঙ্গবন্ধু হলের ক্যান্টিন ছেড়ে দেন তৎকালীন ক্যান্টিন পরিচালক। তবে, ২১ এপ্রিল ঈদের ছুটি শেষ হয়ে ১৩ দিন পার হলেও হল কর্তৃপক্ষ ক্যান্টিনটি চালু করতে পারেনি। যার কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানগুলোতে চড়ামূল্যে খাবার খেতে হচ্ছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, হল ক্যান্টিন বন্ধ থাকায় আমাদের খাবার খেতে বেশ ভোগান্তি হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে এ তাপদাহ উপেক্ষা করে বাইরের দোকানগুলোতে খাবার খেতে হচ্ছে। আশা করব অতিদ্রুত হল প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে আমাদের ভোগান্তি দূর করবেন।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে এ ব্যাপারে ইতোমধ্যে মতবিনিময় সভা করেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ক্যান্টিন চালু করতে পারব।

টিএইচ