রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

ববি উপাচার্যসহ প্রক্টর ও প্রক্টোরিয়াল কমিটির পদত্যাগ

ববি প্রতিনিধি

ববি উপাচার্যসহ প্রক্টর ও প্রক্টোরিয়াল কমিটির পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ প্রক্টোরিয়াল কমিটির ৬ সদস্য পদত্যাগ করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। 

ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তারা পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন। এদিকে তাদের পদত্যাগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বেলা ১১টা  শিক্ষার্থীরা দুই পক্ষে  বিভক্ত হয়ে বিক্ষোভ করে।

গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া। রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, ভিসি ও প্রক্টর আব্দুল কাইউমসহ প্রক্টোরিয়াল বডির ৬ সদস্য পদত্যাগ করেছেন।

টিএইচ