বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে বুধবার (১৭ অক্টোবর) বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ঘোষণা করেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনয়নের বিএম কলেজ শাখার কর্মচারীরা।
সরকারি কলেজের, বেসরকারি কর্মচারী বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মো. ইউসুফ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আবুল বাশার, হেলেনা শিউলি বেগমসহ অন্যরা।
তাদের দাবি মানা না হলে প্রথমে অর্ধদিবস পরে পূর্ণদিবস এরপরে ঢাকায় বড় আকারে আন্দোলনের হুঁশিয়ারী দেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
তাদের দাবিগুলো হলো, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে, চাকরি রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে, বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
টিএইচ