শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ১১৭ গবেষক

পবিপ্রবি প্রতিনিধি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবির ১১৭ গবেষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র্যাংকিং-২০২৩ এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১৭ জন গবেষকের নাম এসেছে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ২৭৬ জন গবেষক।  

আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাংকিং সংস্থা আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯১৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ লাখ ৫৫ হাজার ১৮৫ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।

র্যাংকিং তালিকার এইচ ইনডেক্স সূত্রে, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪তম, আঞ্চলিক (এশিয়া) পর্যায়ে ১ হাজার ৪৮১তম এবং বিশ্বে ৪ হাজার ৬০৪তম। 

এ বিষয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, এই অর্জন পবিপ্রবির জন্য গৌরবের। গবেষকদের এই জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে দেশের জন্য লাভজনক প্রজাতি আবিষ্কার করতে হবে। 

টিএইচ