সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

যৌন হয়রানির অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক

জবি প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে ভিক্টর ক্লাসিকের ১২ বাস আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ফেইসবুকে আইডিতে ভিক্টর ক্লাসিকের পরিবহনের বিরুদ্ধে যৌন হয়রানি পোস্ট  এবং স্ট্যামর্ফোড বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী দেওয়ার ফেইসবুকে পোস্টের ভিত্তিতে ভিক্টর ক্লাসিকের ১২ টি  বাস আটক করেন জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) প্রক্টর বরাবর  বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইসনাইন জান্নাত ইসার হয়রানির বিচার চেয়ে অভিযোগের ভিত্তিতে ভিক্টর ক্লাসিকের বাস মালিকদের সাথে  বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

অভিযোগ দেওয়া  শিক্ষার্থী  ইসনাইন জান্নাত  ইশা বলেন,  গত ১৪ ই অক্টোবর  নতুনবাজার থেকে সদর ঘাট উঠার জন্য  ভিক্টর ক্লাসিক বাসে উঠি আমার ছোট বোন সহ।  আমি সম্পূর্ণ ভাড়া প্রদান করলেও গুলিস্তান  এসে বলে বাস সদর ঘাট যাবে  না।  

পরবর্তীতে গুলিস্তান থেকে  সদরঘাট আসার ভাড়ার টাকা চাইলে  বাসের হেল্পার  আমাকে হেনস্তা করা শুরু দেয়।  আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে, হেল্পার বলে ভাড়া ফেরত দিব না।  কি করতে পারো করো সহ বিভিন্ন  হেনস্তামূলক কথা বলে।  তিনি আরো বলেন গতকাল যৌন হয়রানির একটি পোস্ট দেখে আমরা সাথে ঘটে যাওয়ার ঘটনা  শেয়ার করি। এবং আজকে এসে অভিযোগ করেছি।

ঘটনার বিষয়ে  ভিক্টর ক্লাসিকের  মালিক পক্ষ থেকে আসা  মোহাম্মদ দুলাল, শাহ আলম গোপালসহ অনেকই আসেন। তাদের কে ঘটনার বিষয়ে  জানালে দ্রুত  ব্যবস্থা নেওয়ার  কথা বলেন। এবং প্রক্টর  বরাবর তিন দিনের সময় নিয়ে একটি  মুচলেকা দেন।

এই বিষয়ে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর  অধ্যাপক ড. মোহাম্মদ তাজ্জামুল হক বলেন,  মালিকপক্ষের সাথে আমরা কথা বলেছি।  এবং তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে । এর ভেতরের তাঁরা ঐ অভিযুক্ত হেল্পার কে হাজির না করলে ভিক্টর ক্লাসিকের সকল বাস বন্ধ  করে দেওয়া হবে।  এবং ঐ হেল্পার কে প্রশাসনিকভাবে আইনের  আওতায় এনে বিচার করা হবে।

টিএইচ