বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১
The Daily Post

রাবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

রাবি প্রতিনিধি

রাবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ শাখার এক নেতা। গত রোববার বিকাল পৌনে ৪টার দিকে আইবিএ চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ছাত্রলীগ নেতা জিহান, রাবির আইবিএ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং আইবিএ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাবি শাখা ছাত্রদলের কর্মী শাহরুখ মাহমুদ জানান, কয়েকদিন আগে রাজশাহী মহানগরে ছাত্রলীগ নেতা রাশিক দত্তের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল, যা ফেসবুকে পোস্ট করা হয়। ধারণা করা হচ্ছে জিহান ওই মিছিলে উপস্থিত ছিলেন, যার ফলে তাকে আটক করে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাবির সহকারী প্রক্টর, শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নূর উদ্দিন, আবির হাসান হিমেল, কর্মী রাসেল বাদশা, শাহরুখ মাহমুদ ও মাইমুর।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, একজন ছাত্রলীগ নেতা পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। 

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরাতন কোনো মামলায় তার নাম রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নাম থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

টিএইচ