সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেহমানখানা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেহমানখানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে রোজাদারদের জন্য মেহমানখানার আয়োজন করা হয়েছে। ওই মেহমানখানায় সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী সব রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ক্যাম্পাস ছুটির আগে পর্যন্ত চালু থাকবে এই মেহমানখানা।

বুধবার (২৯ মার্চ) থেকে চালু হওয়া এ মেহমানখানার উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল হাছান রিয়েল সরকার।মেহমানখানার উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম মেহেদী শ্যমল, উপ প্রচার সম্পাদক আহমেদ ইমতিয়াজ ফয়সাল, ছাত্রলীগ নেতা হিমেল মাহমুদ, শান্ত সাজ্জাদ, নাফিজ আহমেদ ইমন প্রমুখ।  

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, সাধারণত কয়েকজন বন্ধু মিলে একসাথে ইফতার করি। কিন্তু দুই-একদিন দেখা যায় অনেকের বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠনের সাথে ইফতার থাকার কারণে দুই একজন গ্রুপচ্যুত হয়ে যায়। তখন মেহমানখানা থেকে ইফতার করি। এমন আরো অনেকে এখান থেকে ইফতার নিয়ে যায়।

এক পরিছন্নকর্মী জানান, এই আয়োজনে আমার জন্য খুব ভালো হয়েছে আমি প্রতিদিন এখান থেকে ফ্রিতে ইফতার নিতে পারছি। আমি দোয়া করি যে  আমাগার জন্য এই আয়োজন করেছে।

একপথচারী বলেন, আজ এই ব্যবস্থা থাকায় পথের মধ্যে ইফতারের সময় হলেও সুন্দর ভাবে ইফতার করতে পারলাম। এজন্য ছাত্রলীগকে ধন্যবাদ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়েল সরকার বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ ছিলো যে আমরা যেনো ইফতার পার্টির আয়োজন না করি। সেই জন্য মাহে রমজান সামনে রেখে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমার এ ক্ষুদ্র প্রয়াস। আর কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা কোনো ইফতার মাহফিল না করে এ উদ্যোগ গ্রহণ করেছি।

টিএইচ