বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

রোববার থেকে জবিতে অনলাইনে ক্লাস

জবি প্রতিনিধি

রোববার থেকে জবিতে অনলাইনে ক্লাস

আগামী রোববার (৯ মার্চ) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে। রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়ার তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে।

তবে এ সময়ে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অনলাইন ক্লাস চলাকালীন সময়ে পরিবহন ও পরীক্ষাগুলো চালু থাকবে।

টিএইচ