শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post
বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে কলেজ শিক্ষকরা 

শিক্ষার্থীদের বিজ্ঞান ও নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের বিজ্ঞান ও নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান

সারা বাংলাদেশের ৭৩টি কলেজের ১২০জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেন। বুধবার (৩১ জুলাই) তাদের জন্য ‘নৈতিকতা সমৃদ্ধ বিজ্ঞান শিক্ষা: জাতি গঠনের দীক্ষা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ‘প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জ্ঞান বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ ও নৈতিকতা বোধ জাগ্রত করতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষকরা জাতির পথ প্রদর্শক। তাদের জীবন সততা ও নৈতিকতায় সমৃদ্ধ থাকতে হবে। 

শিক্ষার্থীরা বর্তমানে মোবাইল আসক্তিতে পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়ছে, এতে মেধার ক্ষয় হচ্ছে। মাসিক কত বেতন পেলাম সে চিন্তা না করে, শিক্ষকরা জাতি গঠনে যেন নিবেদিত প্রাণ হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে।

মোহাম্মাদ মুনীর চৌধুরী আরও বলেন “প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ  এবং বিজ্ঞান ভিত্তিক নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিমগ্ন রাখতে পারলে দেশে জ্ঞান চর্চার জাগরণ সৃষ্টি হবে, যা’ বিজ্ঞান বান্ধব জাতি গঠনে অনুঘটকের ভূমিকা পালন করবে।

শিক্ষকদেরকে বিজ্ঞান জাদুঘরের অ্যাম্বাসেডর হয়ে জেলা ও উপজেলায় বিজ্ঞান চর্চার একটি আনন্দময় আবহ তৈরি করার আহ্বান জানান মোহাম্মাদ মুনীর চৌধুরী। এর আগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর প্রশিক্ষণরত শিক্ষকগণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সরেজমিন পরিদর্শন করেন।

টিএইচ