রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের দ্বীপিতা চাকমা (২৪) নামে এক ছাত্রীকে অপহরণের খবর পাওয়া গেছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, যতটুকু শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে ৩২ জনের টিম সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে অস্ত্রের মুখে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।
টিএইচ