বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণ শেষ হচ্ছে কাল

তিতুমীর কলেজ প্রতিনিধি

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণ শেষ হচ্ছে কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ শেষ হচ্ছে সোমবার (৭ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে।

এর আগে গত ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে গত ২৫ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ৯ নভেম্বরের মধ্যে ভেরিফাই করতে হবে।

উল্লেখ্য, এর আগে ফরম পূরণের জন্য নোটিশ দেয়া হয়েছিলো কিন্তু, সার্ভার জনিত সমস্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক যথা সময়ে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর না দেয়ার কারণে সেবার ফরম পূরণ সম্ভব  হয়নি।
টিএইচ