রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভোলার মোড় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হওয়ার ঘটনায় ঢাকা- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতু ও খয়রাবাদ সেতু অবরোধ করেন তারা। অবরোধে অংশগ্রহণ করা শিক্ষার্থী আবির বলেন, প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সামনে এ ধরনের দুর্ঘটনায় ঘটছে কিন্তু আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের সবগুলো দাবি মেনে না  নেয়া পর্যন্ত আমরা আমাদের অবরোধ চালিয়ে যাবো।
 
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো চাপা দেয়া বাস নারায়ণগঞ্জ ট্রাভেলসের চালক-হেল্পারসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, সড়কে স্পিড ব্রেকার স্থাপন, ফুটওভার ব্রিজ নির্মাণ। দাবি আদায় না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করবেন বলে জানান শিক্ষার্থীরা।

টিএইচ