শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি ভিসির শ্রদ্ধা 

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি ভিসির শ্রদ্ধা 

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন শাখার পরিচালকরা, হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকসহ অন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।  

টিএইচ