এক সময়কার ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু জাতীয় রাজনীতিতে অনেক জাতীয় নেতা উপহার দিয়েছে গুরুদয়াল সরকারি কলেজ। বর্তমানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের অনেক নেতা কিংবা প্রয়াত অনেক জাতীয় নেতা গুরুদয়াল সরকারি কলেজ থেকে তাদের সোনালি রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ অনেক জাতীয় নেতা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তিরা গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র ছিলেন। সেই গুরুদয়াল সরকারি কলেজে দীর্ঘ ২৭ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই|
ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকার ফলে শিক্ষাঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে ক্যাম্পাসের সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, নাট্যকলাসহ সব সাংস্কৃতিক কার্যক্রম ছাত্র সংসদ করে থাকে, সেখানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকার ফলে এসব থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
বর্তমানে এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। উচ্চ মাধ্যমিক শ্রেণি ছাড়াও ১৪টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর চালু রয়েছে। এ অবস্থায় কলেজে ক্লাস প্রতিনিধি মনোনয়নই অসম্ভব হয়ে পড়ছে। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। তবে ৯৫ সালের পর আর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাইফুল ইসলাম বলেন, গুরুদয়াল সরকারি কলেজ দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। উল্লেখযোগ্য রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য থাকা সত্ত্বেও বিগত ২৭ বছর ধরে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া খুবই দুঃখজনক ব্যাপার এবং হতাশাজনক।
আমরা মনে করি এর দ্বারা দেশটাকে নেতৃত্বশূন্য করে রাখতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ জিএস, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি বলেন, ছাত্র রাজনীতির নেতিবাচক ধারায় পরিচালিত হওয়ার অন্যতম কারণ ছাত্র সংসদ নির্বাচন না হওয়া।
ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি চলে এসেছে বিভিন্ন চেম্বারে। যার ফলে সাধারণ ও মেধাবী ছাত্ররা রাজনীতি বিমুখ। সুস্থ ধারায় ছাত্র রাজনীতি ফিরিয়ে নিয়ে যেতে হলে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
সার্বিক বিষয়ে জানতে চাইলে গুরুদয়াল সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ জামালুর রহমান বলেন, ডাকসুসহ সারাদেশে কোথাও ছাত্র সংসদ নির্বাচন নেই।
টিএইচ