জুলাইয়ের শুরু থেকে শিক্ষকদের প্রত্যায় স্কিম বাতিলের আন্দোলন এবং পরে শিক্ষার্থীদের কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান। ফলে প্রায় ৩ মাস যাবৎ অচলাবস্থায় কাটিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে রোববার (৬ অক্টোবর) শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।
এদিকে প্রায় ৮ বছর পর আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি (২৩-২৪) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ হচ্ছে। এতে ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
চবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, দীর্ঘদিন পর আবার ক্লাসে ফিরতে পারায় খুশি। আশা করি এ সময়ের ক্ষতি পুষিয়ে দিতে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন।
টিএইচ