সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অবরোধ সমর্থনে শাহবাগে ঢাবি ছাত্রদলের মিছিল

ঢাবি প্রতিনিধি

অবরোধ সমর্থনে শাহবাগে ঢাবি ছাত্রদলের মিছিল

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপি আহুত দেশব্যাপী ১০ম ধাপের ৬ ও ৭ ডিসেম্বর সর্বাত্মক অবরোধের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৭ টায় শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ (এফ এইচ), মোঃ মাছুম বিল্লাহ (এফ আর), মোঃ তরিকুল ইসলাম তারিক, মোঃ নাছির উদ্দিন শাওন, গাজী মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শামীম আক্তার শুভ, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, শফিকুল ইসলাম, আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন, মোঃ মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন খান সৈকত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমেদ সাদ্দাম মীর প্রমুখ।

টিএইচ