সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আইন ও নিয়ম বহির্ভূতভাবে বশেমুরবিপ্রবির উপাচার্যের ব্যক্তিগত সহকারী নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

আইন ও নিয়ম বহির্ভূতভাবে বশেমুরবিপ্রবির উপাচার্যের ব্যক্তিগত সহকারী নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

আইন ও নিয়ম বহির্ভূতভাবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদের পিএস নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ভিসির রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

মানববন্ধন চলাকালে ফিন্যান্সিং বিভাগে শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, মো. তোহা, ইইই বিভাগের মমিনূল ইসলাম, ফিজিক্স বিভাগের নিহাদ রুদ্র বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে ভিসির পিএস হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়ম ও আইন ভঙ্গ করে রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত ১৩ নভেম্বও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। 

টিএইচ