সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সম্পাদক মুকুট

ইবি প্রতিনিধি 

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সম্পাদক মুকুট

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪-২৫ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান (মুকুট) নির্বাচিত হয়েছেন। 

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম। নির্বাচনে ৪৯৯ জন কর্মকর্তার মধ্যে ৪৮৮ জন কর্মকর্তা ভোট প্রদান করে এবং ৭টি ভোট বাতিল হয়।

বিজয়ী প্যানেলের অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন স্বপন (২৮০), উপ হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ এবং বাবুল হোসেন বাবু (২৫৬), সহকারী রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগ। 

যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিউল ইসলাম খাঁন (২৮৭), সহকারী হিসাব পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ; কোষাধ্যক্ষ মো. হুসাইন (৩১৬); সহকারী রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগ। দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক (৩০৫), সহকারী রেজিস্ট্রার, ইইই বিভাগ। মহিলা সম্পাদক পদে সুলতানা পারভীন (২৭২), উপ হিসাব পরিচালক অর্থ ও হিসাব বিভাগ। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান টোকন(২৭৪), শাখা কর্মকর্তা, রেজিস্ট্রার অফিস বিজয়ী হয়েছেন।

এছাড়াও সদস্য পদে রয়েছেন, অশোক চন্দ্র বিশ্বাস, সিনিয়র টেকনিক্যাল অফিসার, (ফার্মেসি) চিকিৎসা কেন্দ্র, মো. অনিচুর রহমান (অনিচ), সহকারী হিসাব পরিচালক, প্রকৌশল অফিস, মো. ওলিউর রহমান (সেতু), সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার অফিস, মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী রেজিস্ট্রার পরিবহন অফিস, আব্রাহাম লিংকন প্রশাসনিক কর্মকর্তা, খালেদা জিয়া হল এবং জে.এম ইলিয়াস, প্রশাসনিক কর্মকর্তা, আইসিটি সেল।

টিএইচ