বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ইবিতে ২ হাজার শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

ইবি প্রতিনিধি

ইবিতে ২ হাজার শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটি। সোমবার (২৭ জানুয়ারি)বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আল কোরআন একাডেমি লন্ডন প্রকাশনীর কুরআন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন তারা।

সংগঠনটির চেয়ারম্যান মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানটির আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘আল কুরআন একাডেমি লন্ডন’-এর চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কুরআন নাজিল হয়েছে মানুষের বোঝার জন্য, যদি না বুঝে তাহলে হেদায়েতপ্রাপ্ত হবে না। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন, কুরআন মাজিদ মানব সমাজের জন্য হেদায়েত স্বরূপ। যেমন মানব সমাজকে পথ দেখাবে; সে কোনো গন্তব্য যাবে; তার জীবনে লক্ষ কী হবে ইত্যাদি। না বুঝে পড়লে তো এর কোনো অর্থ নেই। এটি নাজিল হয়েছে বোঝার জন্য। এজন্য এর শব্দ ভান্ডার এমনভাবে সাজানো হয়েছে যেন সবাই বুঝতে পারে।

তিনি আরও বলেন, মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে, কুরআন মাজিদের যে মেসেজ তা দিয়ে মানুষের জীবনের সব সমস্যার সমাধান সম্ভব। এই জন্য কুরআনকে বোঝা দরকার। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ দিক থেকে একটি বিশেষ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী।

টিএইচ