শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম। আগামী সাত দিনের মধ্যে তদন্ত সাপেক্ষে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড রেবা মন্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চরম অপরাধমূলক একটি কাজ। কতৃপক্ষ আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। কমিটির বাকি সদস্যদের সাথে মিলে যতদ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য শেখ হাসিনা হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ছাত্রলীগ কখনোই র‍্যাগিং বা শিক্ষার্থী নির্যাতনে বিশ্বাস করে না। র‍্যাগিং বা নির্যাতনের সাথে কেউ জড়িত থাকলে ছাত্রলীগ বরদাস্ত করবে না। বিষয়টি আমরা জেনেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফুলপরী নামের এক নবীন শিক্ষার্থী র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে রাতভর নির্যাতনের বর্ননা দিয়ে ভুক্তভোগী বলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম’সহ নাম না জানা আরও অন্তত ৭-৮ জন দ্বারা র‍্যাগিংয়ের নামে চরমভাবে আমি শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হই এবং তারা বিবস্ত্র করে আমার গোপন ভিডিও ধারণ করে রাখেন। এমনকি তারা আমাকে জীবননাশের হুমকিও প্রদান করেন।

উক্ত নির্যাতনের বিবরণ দরখাস্তের সাথে সংযুক্ত করেছি। র‍্যাগিংয়ের নামে আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার ঘটনার সুষ্ঠু বিচারসহ আমার জীবনের নিরাপত্তা চাই।

টিএইচ