সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. শাহীনুজ্জামান

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. শাহীনুজ্জামান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করেছেন।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন,  আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১৫ বছরে ক্যাম্পাসে যে বৈষম্য, অপরাজনীতি ও দুর্নীতির মহোৎসব চলেছে সেখান থেকে বেরিয়ে আমরা ক্যাম্পাসকে নতুন করে সাজাতে চাই। বর্তমান ভিসি স্যার অত্যন্ত ডায়নামিক একজন মানুষ। 

তার নেতৃত্বে আমরা ক্যাম্পাসকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমৃদ্ধ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

টিএইচ