রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে ববিতে কর্মসূচি

ববি প্রতিনিধি

উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে ববিতে কর্মসূচি

নানা দিকে মোড় নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের নানা সংকট তুলে ধরে আর প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, বর্তমান ভিসি ড. শুচিতা শরমিন দায়িত্ব গ্রহণের ছয়মাসেও এক টাকার উন্নয়ন করতে পারেনি। বরং স্বৈরাচারের দোসরদের নানা সুবিধা দিয়ে ২৪ এর আন্দোলনকে ভূলুণ্ঠিত করছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে শিক্ষক সংকট কেন ? ‘ক্লাসরুম সংকট কেন? মেডিকেলে ওষুধ কই? আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন কেন? এক সেমিস্টারে এক বছর কেন? আবাসিক হলে আসন বরাদ্দ কই? শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা কেন? পরিবহন সংকট কেন? বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কেন? সন্ত্রাসী ছাত্রলীগের বিচার কই? ইত্যাদি লিখে দাঁড়িয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুর নেছারাবাদের আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯০তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপাচার্যকে প্রধান অতিথি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদের ব্যক্তিগত রেষারেষি দেখতে আসেনি। বিশ্ববিদ্যালয় আপনাদের নিয়োগ দেয়া হয়েছে শুধু শিক্ষার্থীদের জন্য। তাদের জন্য কাজ করুন। তাদের দাবি পূরণ করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা হটকারিতার মধ্যে দিয়ে হুট করে ভিসির গেট ভেঙে ফেলেছে। কিন্তু সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকত্বের জায়গা থেকে তাদের ফাঁসি দিতে পারে না। তাই মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক ও আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম শাহেদ বলেন, আমরা চাই প্রশাসন দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে বসে চলমান সংকট সমাধানের উদ্যোগ নিবে।

টিএইচ