শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থীদের ববির আবাসিক হলে অবস্থানে নিষেধাজ্ঞা

ববি প্রতিনিধি

একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থীদের ববির আবাসিক হলে অবস্থানে নিষেধাজ্ঞা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোন শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

গত ৫ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় উপাচার্য উপস্থিত সকল হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা প্রদান করেন এবং আবাসিক হলগুলোতে এ ধরনের কোন শিক্ষার্থী বা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করলে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। 

উপাচার্য বলেন, এখন থেকে কোন অবস্থাতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোন শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করতে পারবে না। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। 

টিএইচ