চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
শুক্রবার (২৮ জুলাই) সকালে বাটন চেপে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গণভবনে সরকারপ্রধানের হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৮৭.৮৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮.৪২ শতাংশ, বরিশালে ৯০.১৮ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৬.৩৫ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ।
বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
টিএইচ