কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। এবার বর্ষসেরা প্রতিবেদন হিসেবে একজন, সেরা প্রতিবেদক হিসেবে তিনজন এবং সেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার কুবি সাংবাদিক সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মধ্যে এ পুরস্কার তুলে দেন।
এতে বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি জুবায়ের রহমান, সেরা প্রতিবেদক (প্রথম) হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দ্বিতীয় হয়েছেন দৈনিক শেয়ার বীজের প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম, তৃতীয় হয়েছেন আরটিভির প্রতিনিধি চৌধুরী মাসাবিহ। এছাড়াও সেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন সারাবাংলা ডট নেট’র প্রতিনিধি মোহাম্মদ রাজীব, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি চাঁদনী আক্তার।
এ সময় কুবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে প্রধান আলোচক ও প্রকাশনার মোড়ক উন্মোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। এছাড়াও কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও পিআইবির পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ড. মাহামুদুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
টিএইচ