সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাঁজাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী আটক

ববি প্রতিনিধি

গাঁজাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ছাত্রলীগ কর্মী নাহিদ হাসানকে গাঁজাসহ আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ৷ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মুকুল৷

আটক হওয়ার বিষয়ে ওসি মুকুল বলেন, মঙ্গলবার রাত আটটায় বরিশালের চরআইচা নামক স্থান থেকে নাহিদসহ আরও একজনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়৷ মামলার প্রক্রিয়া চলমান রয়েছে৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ ভর্তি শিক্ষার্বর্ষের শিক্ষার্থী৷ নাহিদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং সক্রিয় কর্মী৷

নাহিদ দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে গাঁজার ব্যবসায় করে আসছে৷ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় এমনটা ঘটে চলেছে বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের৷

প্রসঙ্গত, এর আগে গত ৩ জুন শেরে -ই-বাংলা হলের ২০০৬ নং কক্ষে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে নাহিদ হাসানকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল৷

টিএইচ