রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চবিতে ঢাবি শিক্ষার্থীসহ ৩২ মাদকসেবী আটক

চবি প্রতিনিধি

চবিতে ঢাবি শিক্ষার্থীসহ ৩২ মাদকসেবী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাদকদ্রব্য সেবনরত অবস্থায় মোট ৩২ জন বহিরাগত ও শিক্ষার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি।

শনিবার (৬ জুলাই) রাত ৮ টার দিকে বায়োলজিকালি ফ্যাকাল্টির পুকুর পাড়, সেন্ট্রাল ফিল্ড, উন্মুক্ত মঞ্চ, সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে, বঙ্গবন্ধু ও অতীশ দীপংকর হলের পেছনে প্রায় ১০টি মাদকসেবী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য ও জব্দ করা হয়। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টা গ্রুপকে আটক করি। এছাড়াও ক্যাম্পাসের ভিতর ও বাহিরের প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি। যারা বহিরাগত আটক হয়েছে তাদের বিষয়ে হাটহাজারী থানা দেখবে। আর বিশ্ববিদ্যালয়ের যারা তাদের বিষয়ে প্রক্টরিয়াল বডি ব্যবস্থা নিবে।

তিনি বলেন, প্রায় ৩০ জনের অধিক সংখ্যক বহিরাগতদেরকে উচ্ছৃঙ্খল অবস্থায় আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটা চলমান থাকবে। ক্যাম্পাস সুন্দর ও সুশৃঙ্খল করতে আমরা বদ্ধপরিকর। তাতে বহিরাগত হোক বা মাদকের বিরুদ্ধে হোক কোন কিছুতেই ছাড় দিব না। মাদকের বিরুদ্ধে সবসময় আমরা জিরো-টলারেন্স নীতিতে থাকবো।

টিএইচ