বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

জাককানইবিতে হলের সিট বাতিল প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জাককানইবি প্রতিনিধি

জাককানইবিতে হলের সিট বাতিল প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্তে আবাসিক হলের সিট বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে দুই দফা দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

এসময় দুই দফা দাবিতে শিক্ষার্থীরা জানায়, স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সিট বাতিল করা যাবেনা এবং নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ন্যূনতম তিন মাস সময় দিতে হবে।

এর আগে তারা গত ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তিন মাস পর্যন্ত হলের সিট বহাল রাখার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে লিখিত আবেদনও করেন শিক্ষার্থীরা।

টিএইচ