বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়সমূহের ১ম মেধা তালিকায় উত্তীর্ণ যে সকল আবেদনকারীরা এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তারা ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি ফি জমা দিতে পারবে। 

তাছাড়া ১ম অপেক্ষমান তালিকায় অন্তর্ভূক্ত সংশ্লিষ্ট বিষয়সমূহের সব আবেদনকারীর সাক্ষাতকার আগামী ০৯ সেপ্টম্বর সকাল ১০টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। 

সাক্ষাতকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড এবং ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা দিতে পারবে। 

টিএইচ