শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
The Daily Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই দিনের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই দিনের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

টিএইচ