বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকছে না

নিজস্ব প্রতিবেদক

জেএসসি ও জেডিসি পরীক্ষা থাকছে না

২০২৩ এবং তার পরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক/বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেই। সেজন্য ২০২২ ও ২০২৩ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধের জন্য প্রধানমন্ত্রী বরাবর সুপারিশ পাঠানো হলে তিনি এটি অনুমোদন করেন। যদিও অস্টম শ্রেণিতে ২০২৪ সাল থেকে নতুন শিক্ষারূপরেখা বাস্তবায়নের কথা ছিলো।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক/বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং তার পরে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী উপরিউক্ত প্রস্তাব সানুগ্রহ অনুমোদন করেছেন।

উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

টিএইচ