চুয়াডাংগা জেলার আলমডাংগা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাংগা (ডুসা)’ এর ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাসান আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী মো: বায়েজিদ মনোনীত হয়েছেন। নোমান এবং বায়েজিদ উভয়ই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও, সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছা. মহুয়া খাতুন।
ডুসা`র সদ্য সাবেক সভাপতি জীবন আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. মোমিন সাগর গতকাল শুক্রবার চড়ুইভাতি ও মিলনমেলা অনুষ্ঠান শেষে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন।
উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আলমডাংগা থেকে ঢাকাতে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং চুয়াডাংগা জেলায় উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
নতুন সভাপতি হাসান আল নোমান বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাংগা (ডুসা)। এই সংগঠন কেবলমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং একে অপরের সহায়ক হয়ে ওঠার এক অনন্য প্ল্যাটফর্ম। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি, এই সংগঠন আগামীতেও আলমডাংগা উপজেলার শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
নতুন সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা (ডুসা) আলমডাঙ্গা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা একতা ও সহযোগিতার প্রতীকী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অগ্রজ অনুজদের মধ্য গড়ে ওঠে সুসম্পর্ক। এই সংগঠনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা হয়ে ওঠে দারুণ সহায়ক।
আলমডাঙ্গার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগঠন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে সকল বাধা দূরীকরণের লক্ষ্যে কাজ করে। আশা করছি, এই সংগঠন আগামীতেও আলমডাঙ্গার শিক্ষার্থীদের নিশানবরদার হয়ে থাকবে।
টিএইচ