মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ববিতে বিক্ষোভ

ববি প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ববিতে বিক্ষোভ

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী শাহারিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছিনিয়ে নেয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের শিক্ষার্থীরা। 

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিলটি ভোলা রোড প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। 

এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন নিয়ে ছাত্রলীগবিরোধী মোর্চা গঠন করা হয়েছে। ছাত্রলীগ বিরোধী মোর্চাদ প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো- বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র।আন্দোলন চলাকালীন ২৯শে জুলাই ২০২৪ তারিখে আন্দোলনকারীদের হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলাকারী সব ছাত্রলীগ সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার ভিতর গ্রেপ্তার ও অ্যাকাডেমিক শাস্তির আওতায় আনতে হবে। 

২৪ জানুয়ারি ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরে জড়িত সকলের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার ভিতর অ্যাকাডেমিক ও আইনগত শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের কোন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিতে পারবে না। সন্ত্রাসী ছাত্রলীগ থেকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ১ আগস্ট শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেয়ার মামলায় ৮ নম্বর আসামি। 

টিএইচ